সারা দেশে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশের প্রথম পরিবেশসচেতন ই-কমার্স Bazar365.store। নিত্যপ্রয়োজনীয় বাজারের জন্য এই ওয়ান-স্টপ স্টোরের সেবা পাওয়া যাবে পুরো ঢাকায়! সম্প্রতি গুলশানে এক অনাড়ম্বর আয়োজনে এই ই-কমার্স সাইটের উদ্বোধন করেন ‘বাজার ৩৬৫’-এর চেয়ারম্যান মুনতাসির রশিদ ভূঁইয়া, সিইও এলেক মিথুনসহ অন্যরা। কোম্পানির প্রধান নির্বাহী এলেক মিথুন এই উদ্যোগ সম্পর্কে বলেন, ‘“বাজার ৩৬৫”-তে আমরা শুধু পরিবেশের চিন্তা করি না, যাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া হবে, তাদেরও মন রক্ষার চেষ্টা করি। আমাদের লক্ষ্য হচ্ছে ঝামেলামুক্ত অনলাইন শপিংয়ের পথ তৈরি করা এবং আমাদের গ্রাহকদের কাছে মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করা।’
You must be logged in to post a comment.