বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভারতে নির্মিত হচ্ছে সিনেমা ‘ব্যাটল ফর বেঙ্গল’। যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বলিউডের অভিনেতা আদিল হুসেন। ভারতের গণমাধ্যম বলা হয়, ‘ব্যাটল ফর বেঙ্গল’ সিনেমাটি নির্মাণ করবেন ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজ নির্মাতা রিচি মেহতা। এই সিনেমায় আদিল হুসেনের সঙ্গে কলকাতার অভিনয়শিল্পীদেরও দেখা যাবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনা মহামারি চলে আসায় আর কাজ এগোয়নি।
You must be logged in to post a comment.