স্ত্রীর সঙ্গে ছবি তুলে ভাইরাল হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া বেশ কিছু ছবিতে দেখা গেছে, ওই দম্পতি বিবাহবার্ষিকীতে কেক কেটেছেন। আবার কোথাও ঘুরতে বেরিয়ে ফটোসেশন করছেন। ছবিগুলো বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক টম ইমাম ও তার স্ত্রী মিষ্টি ইমামের। টম ইমাম পড়াশোনা করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। পরে তিনি আমেরিকা পাড়ি জমান। সেখানে আমেরিকান নারীকে বিয়ে করেন। তার স্ত্রী মারা যাওয়ার ২০ বছর পর তিনি মিষ্টি ইমামকে বিয়ে করেন। সম্প্রতি বিবাহবার্ষিকী অনুষ্ঠানের ছবি ফেইসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে এনিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
You must be logged in to post a comment.