শব্দ দূষণ রয়েছে এমন পরিবেশে বসবাসের ফলে প্রাপ্ত বয়স্কদের মধ্যে অ্যালঝেইমার কিংবা অন্য কোনো ডেমেনসিয়া বা মস্তিষ্কের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সম্প্রতি একটি গবেষণায় স্মৃতি বিভ্রম, কথা বলার সক্ষমতা হ্রাস, অ্যালঝেইমার প্রভৃতি মস্তিষ্কের রোগের কারণ হিসেবে বেশিক্ষণ বসে থাকার অভ্যাস, বায়ু দূষণ ও একাকীত্বের পাশাপাশি শব্দ দূষণকেও চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ‘অ্যালঝেইমার এন্ড ডেমেনসিয়া’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় বিশেষ ভাবে শব্দ দূষণের সাথে মস্তিষ্কের নানা রোগের সম্পর্ক বিশ্লেষণ করা হয়। প্রকল্পটির সাথে যুক্তরাষ্ট্রের সিকাগো শহরের দক্ষিণাঞ্চলে বসবাসরত ১০ হাজারের বেশি প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে যুক্ত করা হয়েছিল।
You must be logged in to post a comment.