যেদিন আমার গার্লফ্রেন্ড মেডিক্যালে চান্স পেয়েছিলো সেদিনই আমি বুঝতে পেরেছিলাম আমাদের তিন বছরের সম্পর্কটা হয়তো শেষ হতে চলেছে। তাই হয়তো নুসরাতের মেডিক্যালে চান্স পাওয়ার খবর শুনে কেনো জানি আমি খুশি হতে পারিনি। কারণ আমি তখন গ্রামের একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব সাধারণ একটা ডিপার্টমেন্টে অধ্যয়ন রত। আমার ভয় হতে লাগলো নুসরাত হয়তো আমাকে ভুলে যাবে। আমার থেকে হাজার হাজার ভালো ছেলে তাঁর জন্য প্রস্তুত থাকবে,তাঁর সাথে প্রেম করার জন্য,তাকে বিয়ে করার জন্য।
তবে নুসরাত তেমন কিছু করলো না। চান্স পাওয়ার পর সে খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলেছিলো, "আমার স্বপ্ন পূরণ হয়েছে আমিনুল। অনেক ছোট থেকেই আমার ইচ্ছে ছিলো আমি ডাক্তার হবো। বাবা মাও আমাকে সাপোর্ট করে এসেছে
You must be logged in to post a comment.