পপ তারকা শাকিরার বয়স মাত্র ৪৩ বছর। গানের শিল্পী হয়েও তিনি বিশ্বকে নাচিয়েছিলেন ‘ওয়াকা ওয়াকা’ গানটি দিয়ে। কলম্বিয়ান এই শিল্পীর প্রায় ৭ কোটি রেকর্ড বিক্রি হয়েছিল, যা ছিল বিশ্বরেকর্ড। গান বিক্রির এই টাকা দিয়ে শাকিরা স্পেনের বার্সেলোনা, যুক্তরাষ্ট্রের মিয়ামি, উরুগুয়ে আর বাহামার নাসাওতে কয়েকটি বাড়ি কিনেছেন। বার্সোলেনায় শাকিরার দুটি বাড়ি। একটি এস্পলুগাস দে ল লোব্রেগেটের অভিজাত এলাকায়। বাড়িটি ৩ হাজার ৮০০ স্কয়ার মিটারের ওপরে। সেখানে আছে অত্যাধুনিক সরঞ্জামসহ জিম, টেনিস কোর্ট, বিশাল সুইমিংপুল, সিনেমা হল আর একটি কনফারেন্স রুম।
You must be logged in to post a comment.