করোনাকালে বান্দরবানে আয়োজিত একটি চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেন বরেণ্য অভিনয়শিল্পী ববিতা। আয়োজনস্থলে না গিয়ে ঘরে বসেই ছবি দেখার কাজটি সেরেছেন তিনি। গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ শিরোনামের এই আয়োজনে বিদেশি ভাষার ছবির প্রতিযোগিতা বিভাগের বিচারক করা হয় তাঁকে। গতকাল উৎসব শেষ হয়েছে বলে প্রথম আলোকে জানালেন ববিতা। ববিতা তাঁর দীর্ঘ অভিনয়জীবনে দেশ–বিদেশের অনেক চলচ্চিত্র উৎসবে অতিথি যেমন হয়েছেন, তেমনি বিচারকের দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বছর আটেক আগে। এবারের আয়োজনে ববিতা দুটি স্বল্পদৈর্ঘ্য বিদেশি চলচ্চিত্র দেখেছেন।
You must be logged in to post a comment.