অভূতপূর্ব মহামারির আঘাতে তেলের ঐতিহাসিক দরপতন। তার ওপর মহামন্দা, এমন বছর আর কাটায়নি তেলের বাজার। বছর গেলেও পরিস্থিতির তেমন উন্নতি নেই। পুরনো উদ্বেগ নিয়েই শুরু হয়েছে নতুন বছরের পথচলা। বছর শেষে তেলের দর দাঁড়িয়েছে প্রায় ৫১ ডলারে। এই দাম ২০১৫-১৭ মেয়াদের কাছাকাছি, থাকলেও বাজার পুরো বছরই ছিল টালমাটাল।
তেলকুবের সৌদি আরব ও রাশিয়ার মধ্যে মূল্যযুদ্ধের প্রভাব এবং কোভিড-১৯ মহামারিতে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দর পড়তে পড়তে এক পর্যায়ে শূন্যের নিচে ও ব্রেন্টের দর ২০ ডলারের নিচে পড়ে যায়।
মহামারি বিশ্বজুড়ে তেলের চাহিদা ধসিয়ে দেওয়ায় ওই পতন সামলাতেই ২০২০ সালের বাকি সময়টা কেটেছে। যুক্তরাষ্ট্রের তেলের আগাম দর ব্যারেলপ্রতি ঋণাত্মক (৪০) ড
You must be logged in to post a comment.