আগামী দুই দিনে দেশে তাপমাত্রা কিছুটা বাড়ার ফলে চলতি শীতের প্রকোপ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (২ জানুয়ারী) আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, শীতের প্রকোপ কমে আসবে। এখন কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি এই সপ্তাহে কমে আসতে পারে।
এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় (৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস)। এছাড়া দেশের সাত জেলার তাপমাত্রা ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহটি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অ
You must be logged in to post a comment.