ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ডের। রাত দেড়টা। গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে চেপে ঢাকায় ফিরছিলেন উঠতি অভিনেত্রী আশা চৌধুরী। দারুস সালাম এলাকায় হঠাৎ একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মারা যান আশা। ঘটনার লোমহর্ষক দৃশ্যটি রেকর্ড হয়ে যায় পেছনে থাকা একটি প্রাইভেট কারের স্বয়ংক্রিয় ক্যামেরায়।
একটি প্রাইভেট ফেসবুক গ্রুপে পাওয়া ভিডিওতে দেখা গেছে, মোড় ঘোরার জন্য আশাদের মোটরসাইকেলটি অপেক্ষা করছিল একটি পিকআপ ভ্যানের পেছনে। এ সময় তাঁদের পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। মোটরসাইকেলচালক ছিটকে পড়ে যান ডান পাশে, অভিনেত্রী আশা বাঁ পাশে, প্রায় ২০ ফুট দূরে। বাইকচালক অবশ্য সঙ্গে সঙ্গে উঠে পড়েন।
You must be logged in to post a comment.