প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ উপলক্ষে তাঁর সরকারের প্রণোদনা প্রদান ‘অত্যন্ত সময়োপযোগী’ হয়েছে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে তাঁর সরকারের দেওয়া সময়মতো প্রণোদনা প্যাকেজগুলো, বিশেষ করে কৃষি, শিল্পসহ সর্বোপরি দেশের অর্থনীতি সচল রাখতে সহায়তা করছে।
আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (একনেক) কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নগরের শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রী ও সচিবেরা অংশ নেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে যোগ দেন।
শেখ হাসিনা বলেছেন, ‘আমরা শিল্প ও অন্যান্য খাতে প্রণোদনা প্রদানের পাশাপাশি কৃষি খাতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়েছি। আমরা ক্ষুদ্র, মাঝারি, বড় এবং পোশাকশিল্পে আলাদা করে প্রণোদনা প্যাকেজ দিয়েছি। এ ছাড়া কোভিড-১৯ মহামারির পরিস্থিতিতে দেশের অর্থনীতি সচল রাখতে সব খাতে প্রণোদনা প্যাকেজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
You must be logged in to post a comment.