অনেক নির্মাতাই চেয়েছেন সারা আর টাইগারের মতো ‘ফ্রেশ’ জুটিকে পর্দায় আনতে। কিন্তু কোনো না কোনো কারণে তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। এমনকি নামকরা প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘হিরোপন্তি টু’ ছবিতে সারাকে টাইগারের নায়িকা হিসেবেও চূড়ান্ত করেছিলেন। কিন্তু বলিউডের মাদক–কাণ্ডে সারার নাম জড়িয়ে যায়। এমনকি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো সমন পাঠিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছিল তাঁকে। আর তখন তড়িঘড়ি করে পরিচালক ‘হিরোপন্তি’ ছবি থেকে মুছে দেন সারার নাম। আর তার পরিবর্তে সুযোগ পান তারা সুতারিয়া। তবে সাজিদ নাকি আবার তাঁর সুপারহিট সিরিজে সারার নাম লিখতে চলেছেন। ‘বাঘি ফোর’ ছবির জন্য সারাকে চূড়ান্ত করেছেন তিনি। তাই এবার সফল এই ফ্র্যাঞ্চাই
You must be logged in to post a comment.